সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ টিম টাইগ্রেস

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে এবার সাউথ আফ্রিকা গেল বাংলাদেশের মেয়েরা।
শনিবার প্রত্যুষে সাউথ আফ্রিকার পথে রওনা হয় টিম টাইগ্রেস। কাতারের দোহা হয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় জোহানেসবার্গ পৌঁছানোর কথা মেয়েদের।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর থেকে প্রোটিয়া বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে নিগার সুলতানার দল।
প্রথম ম্যাচ বেনোনিতে। কিম্বারলিতে দিবা-রাত্রির পরের দুই ম্যাচ ৬ ও ৮ ডিসেম্বর।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
এরপর ১৬ ডিসেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে ইস্ট লন্ডনে যাবে দুই দল। পচেফস্ট্রুম ও কিম্বারলিতে পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর।
সাউথ আফ্রিকা যাওয়ার আগে মেয়েরা প্রস্তুতি সেরেছে মিরপুরে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুশীলন করেছে মুর্শিদা-পিংকিরা।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস।