আইপিএলের নিলামে তিন বাংলাদেশি পেসার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:০৪ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টটির পরবর্তী আসরের জন্য আগামী ১৯ ডিসেম্বর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে এই নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কতৃপক্ষ। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৩ পেস বোলার।

পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি এই তিনজনের।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে মুস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। অন্য দুই পেসার তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ৫০ লাখ রুপি করা হয়েছে।

এবার আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন এই তিন টাইগার পেসার।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এবার সাকিব আল হাসান ও লিটন দাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য নামই জমা দেননি।