এই ডাক উপেক্ষা করা অসম্ভব: দোরিভাল জুনিয়র

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৭:১৩ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৪
দোরিভাল জুনিয়র। ছবি: সঙগৃহীত
দোরিভাল জুনিয়র। ছবি: সঙগৃহীত

অবশেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন দোরিভাল জুনিয়র। ব্রাজিল এক বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের নতুন কোচের নাম। দায়িত্ব নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৬১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

গত রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে দোরিভাল নিজেই ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। সেই বিবৃতিতে দোরিভাল বলেন, 'এটা ব্যক্তিগত স্বপ্নের বাস্তবতায় পরিণত হওয়া, যা সম্ভব হয়েছে শুধুমাত্র সাও পাওলোর হয়ে আমার কাজের স্বীকৃতিস্বরূপ। আমি ক্লাবের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য।'

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

বুধবার (১০ জানুয়ারি) দোরিভালকে ব্রাজিলের কোচের দায়িত্ব দেয়া নিশ্চিত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন দোরিভাল। সেখানে এমন সম্মানের চাকরিকে উপেক্ষা করা অসম্ভব বলে জানান।

ইনস্টাগ্রামে দোরিভাল একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু।’

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

দোরিভাল এমন সময় ব্রাজিলের কোচ হলেন, যখন তাদের সময়টা ভালো যাচ্ছে না। চলতি বছরের কোপা আমেরিকার আগে দলটা আছে খুব বাজে ফর্মে। তবে এখান থেকে দলকে ঘুড়িয়ে আনতে প্রস্তুত সাবেক সাও পাওলো কোচ। সাও পাওলোকে কোপা ব্রাজিল ট্রফি ও ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবার্তেদোরেস শিরোপাও জিতিয়েছেন দোরিভাল।