মেসি-সুয়ারেজে গোল উৎসব মায়ামির

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৪ | আপডেট: ৬:২৯ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেসি-সুয়ারেজ দুজনেরই জোড়া গোলে অরল্যান্ড সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দল ইন্টার মায়ামি। খেলায় আরেকটি গোল করেছেন রবার্ট টেলর।

ফিটনেস সমস্যায় জর্জরিত সুয়ারেজ। তবে তাকে ভিন্ন রূপে দেখা গেল অরল্যান্ড সিটির বিপক্ষে। ম্যাচের ৪ মিনিটেই দলকে ১-০তে এগিয়ে নেন তিনি। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। প্রথম গোলের রেশ না কাটতেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় মায়ামি। নিজের দ্বিতীয় গোলটি সুয়ারেজ করেন ১১ মিনিটে। বক্সের বেশ বাইরে থেকে আক্রমণটা তৈরি করেন তিনি নিজেই। প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলেও ভূমিকা রাখেন। আর শেষে ছিল সুয়ারেজের ফিনিশিংয়ের জাদু।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

প্রথমার্ধে আরও এক গোল দিয়ে বিরতিতে যায় মায়ামি। এই গোলেও সুয়ারেজের সহায়তা আছে। তাতে জাল খুঁজে নেন টেলর। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণের ধার কমায়নি মায়ামি। ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মেসি। এই দুই গোলেও রয়েছে সুয়ারাজের অবদান। ৫৭ নিনিটে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি করেন বিশ্বকাপজয়ী তারকা। অরল্যান্ডের কফিনে মেসি শেষ পেরেকটি ঠুকে দেন ৬২ মিনিটে।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। ২ ম্যাচে ১ জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বাস। সমান ম্যাচে ১ হার ও ১ ড্র নিয়ে ১২তম স্থানে আছে অরল্যান্ড সিটি।