বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট প্রকাশ করবে বিসিবি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৪ | আপডেট: ৪:১৬ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার তদন্ত রিপোর্ট সামনে আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ।

পূর্ববর্তী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে গঠিত তদন্ত কমিটি এই রিপোর্টটি তৈরি করেছিল। কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ, মাহাবুব আনাম ও আকরাম খান। তবে পূর্ববর্তী বোর্ড এই রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করেনি।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র দুই জয়ে বিদায় নিতে হয়েছিল গ্রুপপর্ব থেকেই। তার আগে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয় তামিম ইকবালকে, যা নিয়ে সেই সময় ব্যাপক সমালোচনা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতেই পরে ব্যর্থতার তদন্ত করে বিসিবি।

বৃহস্পতিবার বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপ ব্যর্থতার পুরনো সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনবেন কিনা তিনি। যার জবাবে সাবেক এ অধিনায়ক বলেন, ‘শেষ (ওয়ানডে) বিশ্বকাপের রিপোর্ট ছিল, তার আগের কিছু রিপোর্ট ছিল। সেগুলো আমি দেখতে চাই, সিইওকে বলেছি। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত। অবশ্যই আমি সেটা জনসম্মুখে আনতে চাই। যেহেতু আমি এটার অংশ না, তাই এটা প্রকাশ করতে আমার কোনো সমস্যা নেই (হাসি)।’

আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

পাপনের নেতৃত্বাধীন বোর্ডে তৃতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করলে অনেক দল নিজেদের সরিয়ে নেয়। যার পরিপ্রেক্ষিতে ম্যাচ ফি কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করেছে জানিয়ে ফারুক বলেন, ‘বিগত কয়েক বছর ধরে তৃতীয় বিভাগ বন্ধ হয়নি ঠিক, তবে এক-দুইটা দল অংশ নিত। আমরা সে বিষয়ে আলোচনা করেছি। কোন প্রক্রিয়ায় এটি চালু করা যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের কোয়ালিফাইং থেকে অনেক ট্যালেন্ট উঠে আসে। আমি শুনেছি, গেল দুই বছরে অ্যাকাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো। ওটা আলাদা একটা টুর্নামেন্ট। আমরা কোয়ালিফাইংটা কার্যকরভাবে চালু করব। যেখানে কেবল দুদল খেলবে না, যারা ৫ লাখ টাকা ফিস দিয়ে খেলত। ওইটা আর থাকবে না। আগের মতো ২০-২৫ হাজার টাকা ফি দিয়ে শুরু করব।’