ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

প্রধান উপদেষ্টা জানান, দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। এসময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট বিষয়ে ড. ইউনূস বলেন, রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। তিনি এ সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।