আফিদার কণ্ঠে ২০২৭ নারী বিশ্বকাপের স্বপ্ন

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে  শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে শনিবার (৫ জুলাই) মুখোমুখি হবে বাংলাদেশ। জয়-পরাজয়ের হিসাবের চেয়ে ম্যাচটি তাই হয়ে উঠেছে শুধুই নিয়মরক্ষার। তবে বাংলাদেশের ক্যাম্পে কোনোভাবেই গুরুত্ব হারায়নি এই ম্যাচ।

তুর্কমেনিস্তানকে হারিয়ে জয় দিয়ে বাছাই শেষ করতে চায় আফিদা খন্দকারের দল। আর দলের অধিনায়কের কণ্ঠে ধ্বনিত হচ্ছে আরও বড় স্বপ্ন—২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ।

আরও পড়ুন: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

শুক্রবার (৪ জুলাই) মিয়ানমারে অনুশীলন শেষে আফিদা বলেন,‘সবাই যেভাবে আমাদের সমর্থন করেছেন, সেভাবেই পাশে থাকবেন আশা করি। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, দোয়া করবেন। আমি দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

১২ দল নিয়ে আগামী বছর মার্চে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। ওই আসরের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই মিলবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের টিকিট। ফলে আফিদার মতো পুরো দলেরই চোখ এখন সেই সোনালি স্বপ্নে।

আরও পড়ুন: ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা

এবারই প্রথম এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেই ঐতিহাসিক দলের অধিনায়ক হতে পেরে নিজেও আবেগাপ্লুত আফিদা। তিনি বলেন,‘এই আনন্দ আসলে বলে বোঝানো যায় না। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে—এটা বিশাল অর্জন। দলের পরিবেশ খুবই ভালো, সবাই চাঙা আছে। আজ অনুশীলনটাও ভালো হয়েছে। আশা করি, আগামীকাল ভালো কিছু করতে পারব।’

বাছাইয়ে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। গ্রুপের দুই শক্তিশালী দল বাহরাইনকে ৭-০ গোলে ও স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।  গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় ধরা দিতেই পারে, তবে বাংলাদেশ দলের চোখ জয় দিয়েই বাছাইয়ের শুভ সমাপ্তিতে।

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানালেন,‘ছোটখাটো ইনজুরি সমস্যা আছে কিছু খেলোয়াড়ের। কোচ তাদের বিশ্রামে রেখেছেন। বাকিদের নিয়ে প্রস্তুতি নিয়েছি। মেয়েরা খুব মনোযোগী। আমরা সবসময় বলছি—বাছাই এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ, জয় দিয়েই শেষ করতে চাই, তারপর উদযাপন করব।’