শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ১৭ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটি হারলেও পরের দুটি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ সাফল্য পান শেখ মেহেদি হাসান, তিনি নেন ৪ উইকেট।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং করে টাইগাররা। মাত্র ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় অতিথিরা।

এর আগে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে শেষ হাসি হাসে টাইগাররাই।

আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

এই ঐতিহাসিক জয়ে লিটন দাসের দলকে শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।