সোহান-শরিফুলের ঝড়ে ট্রফি টাইগারদের দখলে

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।
আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে জয়ের নায়ক ছিলেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার শরিফুল ইসলাম। শেষ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহ ওমরজাইকে লং অন দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে আসেন শরিফুল।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
এর আগে আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪৭ রান। ওপেনিংয়ে ইবরাহিম জাদরান (৩৮) ও সেদিকউল্লাহ আতাল (২৩) ধীরেসুস্থে শুরু করলেও পরবর্তীতে গুরবাজ ৩০ ও নবী অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট, নাসুম আহমেদ নেন ২ উইকেট। শরিফুল ৪ ওভারে দেন মাত্র ১৩ রান এবং পান ১টি উইকেট।
লক্ষ্য তাড়ায় ব্যর্থ হন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন (দুজনই ২ রান করে আউট)। সাইফ হাসানও ১৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন জাকের আলী অনিক (২৫ বলে ৩২) ও শামীম হোসেন (২২ বলে ৩৩)। পরে নুরুল হাসান সোহান দায়িত্ব নিয়ে খেলে যান ২১ বলে অপরাজিত ৩১ রান। তার সঙ্গে শরিফুল ইসলাম শেষ পর্যন্ত ৬ বলে ১১ রান করে দলকে এনে দেন জয়।
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ উইকেট শিকার করেন। রশিদ খান নেন ২ উইকেট। এছাড়া মুজিব উর রহমান ও নূর আহমেদ একটি করে উইকেট নেন। দ্বিতীয় ম্যাচের জয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।