১১৪৮ ফুট উঁচু ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণ করবে সৌদি আরব

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটি প্রথমবারের মতো সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করে পশ্চিমা বিশ্বের শঙ্কা দূর করেছিল। এবার একই অঞ্চলের আরেক দেশ সৌদি আরব পাচ্ছে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব। আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দেশটি শুরু করেছে ব্যাপক প্রস্তুতি ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রায় ১১৪৮ ফুট (৩৫০ মিটার) উঁচু একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ।

আরও পড়ুন: সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের পরিকল্পনায় থাকা ‘স্কাই স্টেডিয়াম’-এর নকশা ও গ্রাফিক্যাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা চলছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম, স্প্যানিশ দৈনিক মার্কা, ইংল্যান্ডের ডেইলি মেইল এবং দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

আরও পড়ুন: ১৭৯ রানের বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার আগে ফিফার নিলাম প্রস্তাবনায় ‘নিওম (NEOM) স্টেডিয়াম’ ধারণা উপস্থাপন করেছিল। ওই প্রস্তাবে বলা হয়, নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ক্রীড়া ভেন্যু, যা থাকবে ভূমি থেকে ৩৫০ মিটার ওপরে। এটি হবেদ্য লাইন’ শহরের কেন্দ্রস্থলে, এক অনন্য ভবন কাঠামোর ভেতরে।

প্রস্তাবনায় আরও বলা হয়, ‘দ্য লাইন’-এর ভেতরে থাকবে ট্রাম-সদৃশ স্বয়ংক্রিয় দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা এবং ব্যক্তিগত হাই-স্পিড পরিবহন নেটওয়ার্ক, যা পাঁচটি সমান্তরাল করিডোরে পরিচালিত হবে।

তবে সম্প্রতি ছড়িয়ে পড়া গ্রাফিক্যাল ছবি ও ভিডিও সত্যিই সৌদি আরবের সরকারিভাবে অনুমোদিত পরিকল্পনার অংশ কি না তা এখনও নিশ্চিত নয়। একই সঙ্গে এই স্টেডিয়ামটি ‘দ্য লাইন’-এর চূড়ান্ত নকশায় অন্তর্ভুক্ত আছে কি না, তাও নিশ্চিত করা যায়নি

উল্লেখ্য, ২০২১ সালে সৌদি আরব ঘোষণা দেয় ‘দ্য লাইন’ নামে একটি স্মার্ট সিটি তৈরির, যা হবে একটি সরল ভবনাকৃতি শহর ১৭০ কিলোমিটার দীর্ঘ, ২০০ মিটার প্রস্থ ও সর্বোচ্চ ৫০০ মিটার উচ্চতার। শহরটিতে কোনো গাড়ি, রাস্তা বা কার্বন নিঃসরণ থাকবে না। এখানে প্রায় ৯০ লাখ মানুষ বসবাস করতে পারবে, যা সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।

নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হলেও পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে ২০৪৫ সাল পর্যন্ত, অর্থাৎ ২০৩৪ বিশ্বকাপের পরও আরও এক দশক লাগবে সমাপ্ত হতে। তবুও সৌদির বিশ্বকাপ প্রস্তাবনায় নিওম স্টেডিয়ামের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বিলাসবহুল এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হতে পারে ২০২৬ সালে, এবং শেষ হবে ২০৩২ সালে। এতে দর্শক ধারণক্ষমতা হবে প্রায় ৪৬ হাজার।

সব মিলিয়ে সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের আগে ১১টি নতুন স্টেডিয়াম নির্মাণ ও ৪টি বিদ্যমান স্টেডিয়াম সংস্কার করার পরিকল্পনা নিয়েছে। মূল ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রিয়াদ, জেদ্দা, আল খোবার ও আভা শহরগুলোকে। স্টেডিয়ামগুলোতে থাকবে অনন্য স্থাপত্যশৈলী, প্রাচীন ও আধুনিক উপাদানের সমন্বয় এবং ‘ক্রিস্টাল-লাইক’ নকশার স্পর্শ।