বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটাঙ্গনে আলোচনার বিষয় ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ শেষ করে তিনি দায়িত্ব ছাড়বেন।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগ করতে চান। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগ করতে চান। বিষয়টি নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করব।”
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদুল্লাহ
সালাউদ্দিন ২০২৪ সালের নভেম্বর থেকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০০৬–২০১০ সালে তিনি বাংলাদেশ দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। ২০১০–১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচের দায়িত্বে ছিলেন তিনি।
বর্তমানে জাতীয় দলের ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সে সমস্যা দেখা দেওয়ায় বিসিবি তাকে ছাড়িয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণে তিনি সময়ের আগেই পদত্যাগ করছেন।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
সালাউদ্দিনের পদত্যাগ জাতীয় দলের কোচিং স্টাফে নতুন পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।





