জেনে নিন আজ কোথায় কী?

আজ শনিবার (২ মার্চ) রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনে নানা রকম কর্মসূচি পালন রয়েছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। পাপা বীর এবং দি বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের তৃতীয় কোর পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীর উদ্দেশে সকাল সাড়ে ৯টায় ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় ঢাকায় ফিরবেন তিনি। এরপর পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রা যা জানালো আবহাওয়া অধিদপ্তর
সকাল সাড়ে ৮টায় হোটেল রেডিসনে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সন্ধ্যা ৭টায় কণ্ঠ, স্বর ও সুরের সুরক্ষা, সমস্যা প্রতিরোধ ও সর্বাধুনিক চিকিৎসা সুনিশ্চিত ও সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
শিক্ষামন্ত্রীর কর্মসূচি
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠা দিবস পালনের অংশ হিসেবে দেশের কজন বিশিষ্ট মুক্তিসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠানটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ আয়োজিত ‘অ্যাকটিভ কোলাবোরেশন অ্যান্ড পার্টিসিপেশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনিউরম ইন রিয়েলাইজিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠান শুরু হবে।
দুর্যোগ প্রতিমন্ত্রীর কর্মসূচি
মিরপুর ২ নম্বরে সরকারি অফিসার্স কমপ্লেক্সে বেলা ১১টায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির বিষয়ে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। এরপর বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। কবি জসিমউদ্দিন হল মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
পলকের কর্মসূচি
দেশীয় নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট উই’র উদ্যোগে ‘উই কালারফুল ফেস্ট ২০২৪’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সন্ধ্যা ৬টায় পূর্বাঞ্চল লেডিস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাবিতে কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় দুপুর সাড়ে ১২টায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এফবিসিসিআই’র কর্মসূচি
বেলা ১১টায় বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যাবে এফবিসিসিআই’র প্রতিনিধি দল। এফবিসিসিআই’র নেতৃবৃন্দ, এফবিসিসিআই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত থাকবেন।
পুলিশ সপ্তাহের কর্মসূচি
বিকেল ৩টায় রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইনসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জিয়া পরিষদের কর্মসূচি
বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর জিয়া পরিষদের উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মান্নার কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।