টুইটারের নতুন শীর্ষ নির্বাহীকে এই লিন্ডা

টুইটারে আসছে নতুন শীর্ষ নির্বাহী। টুইটারের মালিক ও বর্তমান শীর্ষ নির্বাহী ইলন মাস্ক এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে টুইটারের সিইও’র চেয়ারে দেখা যাবে নতুন মুখ।
মাস্ক নতুন মুখের নামও বলেছেন। তিনি হলেন লিন্ডা ইয়াকারিনো। মার্কিন বহুজাতিক গণমাধ্যম ও এন্টারটেইনমেন্ট মাল্টি ইন্ডাস্ট্রি কোম্পানি এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন শাখার প্রধান ছিলেন তিনি।
আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর
ইলন মাস্ক শুক্রবার (১২ মে) এ নিয়ে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘লিন্ডা ইয়াকারিনো টুইটারের নতুন শীর্ষ নির্বাহী; আমি খুব আনন্দের সাথে তাকে স্বাগত জানাই। লিন্ডা এখন থেকে টুইটারের সকল বাণিজ্যিক কার্যক্রম দেখভাল করবেন। আমি টুইটারের প্রোডাক্ট ডিজাইন ও নতুন নতুন প্রযুক্তির উপরে মনযোগ রাখবো।’
মাস্ত টুইটটি করেন যুক্তরাষ্ট্র সময় শুক্রবার (১২ মে) দিনগত রাত পৌনে ১০টায়। তিনি এর আগে দুপুর পৌনে ২টায় আরেক টুইটে জানান, টুইটারে নতুন সিইও নিয়োগ পাচ্ছেন। ৬ সপ্তাহের মধ্যে তাকে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়
এনবিসি ইউনিভার্সাল হলো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির অন্যতম জায়ান্ট প্রতিষ্ঠান। মার্কিন সংবাদমাধ্যমগুলো কিছু দিন ধরে বলে আসছিলো, প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন শাখার প্রধান লিন্ডা ইয়াকারিনো নতুন চাকরির সন্ধান করছেন। এরপর শুক্রবার ঘোষণা দিলে মাস্ক। মাস্কের কয়েক ঘণ্টা এনবিসি ইউনিভার্সাল এক ঘোষণায় জানায়, লিন্ডা তাদের কোম্পানি থেকে অব্যাহতি নিয়েছেন।