শীঘ্রই নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে গুগল

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ১৭ মে ২০২৩ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ১৭ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যেসব জিমেইল অ্যাকাউন্ট বহুদিন ধরে নিষ্ক্রিয় সেগুলো মুছে দেবার সিদ্ধান্ত নিয়েছে গুগল। অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের আবেদনে পরবর্তীতে  ফিরিয়ে দেবে না এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

নানা কারণে বহু মানুষ একাধিক জিমেইল অ্যাকাউন্ট খোলেন। তবে দু’একটি বাদে বাকি অ্যাকাউন্টগুলো অব্যবহৃতই রয়ে যায়। এবার সেই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে দেবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

দ্য ভার্জের ভাষ্য মতে, দুই বছর ধরে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো পর্যায়ক্রমে মুছে ফেলার ব্যবস্থা নিবে। গুগল বলেছে, ইমেইল পড়া, পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার করা, ইউটিউব চালানো, প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ ব্যবহার, তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে মনে করা হবে সক্রিয়। ফলে ২ বছর ধরে কেউ যদি ইমেইল আদান-প্রদান নাও করে গুগল সে সব অ্যাকাউন্ট মুছবে না। 

গুগল এ বছরের শেষে বা নতুন বছরের শুরুতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার কাজ আরাম্ভ করতে পারে। সেগুলোর ইউজার নেম অন্য যে কেউ সহজেই ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়