উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, ভারী বৃষ্টি হতে পারে আজও

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শুক্রবার (৩০ মে) সকাল ৭টায় গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখনো স্থল গভীর নিম্নচাপ রূপে আছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।
‘ভারী বৃষ্টি’ বলতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং ‘অতি ভারী বৃষ্টি’ বলতে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে বোঝায়।
আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস
রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দিন রাজধানীতে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
নাজমুল হক আরও জানান, আগামীকাল শনিবার রংপুর, রাজশাহী ও ঢাকার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী ধাপে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এসব অঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।