৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৪১ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৪৮ ঘণ্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সংস্থার মতে, দেশের তিনটি বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ৪৪-৮৮ মি.মি. ভারী বৃষ্টি এবং কোথাও ১৮৮ মি.মি. পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পূর্বাভাস অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহীর অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধেয়ে আসছে, বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত