ঢাকায় শীত কবে আসবে জানালেন আবহাওয়াবিদ ওমর ফারুক
গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত থাকলেও রাজধানী ঢাকায় সেই প্রভাব তেমনভাবে দেখা যায়নি। এবারও নভেম্বরে ঢাকায় শীতের ছোঁয়া মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “চলতি বছর ঢাকায় শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা
তিনি আরও জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলে শীত পড়তে শুরু করবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায় শীতের প্রভাব আগে দেখা যাবে। এরপর ধীরে ধীরে সারাদেশে শীত বিস্তার লাভ করবে।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহের মধ্যেই সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালে ঘন কুয়াশা ও হালকা শিশিরপাত স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এ বছরের আবহাওয়া সবজি ও আমন ধানের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ঠান্ডা ও শিশিরের কারণে ফসলের বৃদ্ধি অনুকূল থাকবে এবং পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হবে।





