৪১ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পুরস্কার পেলো ৩৮ কিশোর

Shakil
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৮:৪৫ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৩৮ জন কিশোর। সাবেক এমপি বদি পুরস্কার হিসেবে তাদের হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমা নামাজ শেষে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার জামে মসজিদে এই কিশোরদের সাইকেল দেওয়া হয়। 

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এমন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেন সাবেক এমপি বদি। ঘোষণার পর এলাকায় ব্যাপক সাড়া পড়ে। আগ্রহী অনেক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। তবে শেষ পর্যন্ত টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করতে সক্ষম হয় ৩৮ কিশোর। এমপি বদির নেওয়া এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সরোয়ার আলম জানান, এমপি বদির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন দেশের সব মসজিদেই হওয়া উচিত। তাহলে মসজিদগুলো মুসল্লিতে ভরা থাকবে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার