পাহাড়ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই পাশে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
তিনি জানান, সাজেক এলাকায় প্রায় ২ হাজার পর্যটক অবস্থান করছেন।
প্রবেশের জন্য আরও প্রায় ৩ হাজার পর্যটক পথে আটকে আছে। সড়ক পরিস্কার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেনাবাহিনী বাঘাইহাট জোনের ২০ ইসিবির সঙ্গে স্থানীয় শ্রমিকরাও মাটি সরানোর কাজ করছেন বলে জানান ইউএনও।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
তিনি বলেন, আশা করছি দুপুরের মধ্যে যানচলাচল স্বাভাবিক হবে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, সকালে পাহাড় ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে ২০০ গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছে।
আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন বলে জানান তিনি।