টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে রবিবার (১১ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার চারটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সামছুল আলম, কামরুল হাসান তুষার, হৃদয় আকন্দ, রাসেল সিদ্দিকী ও জাকের হোসেন।
আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন থানায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আসামিরা সখীপুর, ঘাটাইল, বাসাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। আসামিদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।





