বাংলাবাজার পত্রিকায় সংবাদ
রাস্তার সেই খুঁটি সরালো ইউএনও

দৈনিক বাংলাবাজার পত্রিকায় “খুঁটি গেড়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী” শিরোনামে সংবাদ প্রকাশের পর সরেজমিনে উপস্থিত হয়ে সেই খুঁটি সরালো খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মুহাম্মদ আরাফাতুল আলম।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার রশিক নগর গুলছড়ি হিন্দুপাড়া-রাবার বাগান রাস্তায় সরেজমিনে উপস্থিত হয়ে রাস্তার মাঝখানে গাড়া খুঁটিগুলো উপরে ফেলেন তিনি। এ সময় তিনি সেলিম এন্ড ব্রাদার্স’র লোকজনকে প্রাথমিকভাবে সতর্ক করেন।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, রাস্তার মাঝখানে খুঁটি গেড়ে কোনভাবেই সাধারণ মানুষের চলাচলে বাঁধা দেওয়া যাবেনা। প্রথম পর্যায়ে অভিযুক্তদের সতর্ক করেছি। পরবর্তীতে এমন কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর দুর্ভোগ দুর্দশা নিয়ে সংবাদ করায় পাহাড় বার্তা প্রতিনিধি’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
এ সময় মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, মনিরুল ইসলাম ফরাজি, মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।