বাউফলে মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার, কুটুক্তি ও নানান ধরনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন এলাকাবাসী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, বৈধ উপায়ে মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে। সকল নিয়ম মেনে আমি সভাপতি নির্বাচিত হই। যারা নিজেদের যোগ্যতার অভাবে সভাপতি হতে পারেননি, তারাই এখন ষড়যন্ত্র করছেন। তারা মানববন্ধন করে মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করছেন। অধ্যক্ষসহ আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
মাদ্রাসার অধ্যক্ষ শাহবুদ্দিন আল মামুন বলেন, এই মাদ্রাসা একটি সুনামধন্য মাদ্রাসা। এই সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তারা যে সব অভিযোগ করছে, তা সব মিথ্যা। সম্পূর্ণ বৈধভাবে কমিটি গঠন করা হয়েছে। কোনো রকম অনিয়ম করা হয়নি।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির বিদ্যাউৎসাহী সদস্য আমিনুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মেহেদী হাসান অহিদ, স্থানীয় অভিভাবক ডা. সুলতান আহমেদসহ অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।