বিএনপি নেতৃবৃন্দের শোক, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান-এর মা মোসাম্মত জাহানারা খানম (৮৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় দীর্ঘদিন ক্যানসারে ভুগে ইউনাইটেড হসপিটালে মৃত্যু বরণ করেন।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
মৃত্যু সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, আমরা বিএনপি পরিবারের সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন ও সিনিয়র সাংবাদিক জাহিদ রনি সহ অন্যান্য নেতারা ইউনাইটেড হসপিটালে প্রকৌশলী বাদল খানকে সান্ত্বনা দিতে আসেন ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
আজ সকালে কালিহাতি সাতুটিয়া প্রাইমারি স্কুল মাঠে সকাল ১১টা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
বাদ জোহর গ্রামের বাড়ি বিন্যাউরীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাদল ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থী।





