মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ গ্রেফতার ৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এর আগে গতকাল রবিবার (১৬ এপ্রিল) রাতে ভালুকা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার হোমনা উপজেলার শাহ আলম (৩৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিল্লাল হোসেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবু তাহের (৩০) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সবুজ মিয়া (২৯)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্যারের দিক নির্দেশনায় ইদ যাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান ও টহল চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি কালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রশি ও কাঠের রুল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।





