বেনাপোল বন্দরে শ্রমিকদের ওপর বোমাবাজি: ৫১ জনের নামে পুলিশের চার্জশিট

MIZANUR RAHMAN
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৩
(no caption)
(no caption)

কর্তৃত্ব ও প্রভাব বিস্তার ঘিরে যশোরের বেনাপোলে স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের উপর বোমা হামলার ঘটনায় রোববার ৫১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই আবুল হাসান এই চার্জশিট জমা দেন।

অভিযুক্তরা বেনাপোলের দিঘিরপাড়, দৌলতপুর, খড়িডাঙ্গা,  রঘুনাথপুর, নামাজগ্রাম বাওড়কান্দা, ভবেরবেড়, ছোট আঁচড়া, বেনাপোল, বড় আঁচড়া, কাগমারি, তালশারি, বৃত্তি আঁচড়া, বারোপোতা, বালুন্ডা, কাগজপুকুর, রাজাপুর ও রামপুর এলাকার বাসিন্দা। এর মধ্যে অনেকেই বন্দরের সাবেক শ্রমিক।

আরও পড়ুন: গোয়ালন্দে ‘জিয়া স্মৃতি সংসদ’ উজানচর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটি গঠন

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৮ মার্চ সকালে মামলার প্রধান আসামি রাশেদ আলীর নেতৃত্বে ৫০/৬০ বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটের সামনে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু হোসেনের নেতৃত্বে ৪শ/৫শ শ্রমিক প্রতিহত করার চেষ্টা করলে আসামিরা বেশুমার বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বন্দরের কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এর ঘটনায় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু হোসেন ৩৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হাসান জানায়, মামলার তদন্তকালে জানা যায়, হামলাকারীরা এর আগে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন। তারা ক্ষমতা হারানোর পর ফের জবর দখলের জন্য এ বোমা হামলার চালায়। এ ঘটনার সাথে এজাহারভুক্ত আসামি ছাড়াও আরো ১৬ জনের সম্পৃক্তা পাওয়া যায়। এছাড়া মামলার তদন্তকালে এজাহারভুক্ত এক আসামি মারা যায়। এ কারণে তাকে অব্যাহতির আবেদন জানিয়ে এবং এজাহারভুক্ত অপর ৩৫ জন এবং তদন্তে প্রকাশিত ১৬ জন মোট ৫১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: এসপি জাহাঙ্গীর হোসেন