স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় অংশ নেওয়ায় গ্রেফতারের হুমকি পুলিশের!

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় গ্রেফতারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শৈলকুপা থানার উপপরিদর্শক অনুপ কুমার দাসের বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরপত্তাহীনতার মধ্যে রয়েছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর কর্মীসমর্থকেরা।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল। ইতোমধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ তাকে সমর্থন করছে। এতে ক্ষুব্ধ হচ্ছে তার প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আব্দুল হাই। তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। সর্বশেষ গত বুধবার উপজেলার ভগবাননগর এলাকার মোবাশ্বর ইসলাম, খবিরুল ইসলামসহ কয়েকজনকে নজরুল ইসলামের দুলালের প্রচারনায় অংশ নিলে তাদেরকে গ্রেফতারের হুমকি প্রদান করে শৈলকুপা থানার উপপরিদর্শক অনুপ কুমার দাস। এতে করে ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীসর্মথকদের মধ্যে আতংক বিরাজ করছে।
আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী
ভুক্তভোগী খবিরুল ইসলাম জানান, আমি বাজারে মাংসের ব্যবসা করি। নির্বাচন উপলক্ষে দুলাল ভাইয়ের প্রচারনায় অংশ নেওয়ায় আমাকে কয়েকদিন ধরে গ্রেফতারের হুমকি দিচ্ছে অনুপ কুমার নামে এক দারোগা। আমি আতংকে পালিয়ে বেড়াচ্ছি।
এদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুকÍ পুলিশ উপপরিদর্শক অনুপ কুমার দাস জানান, আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপÍ কর্মকর্তা ঠাকুরদাস ম-ল জানান,বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।