পঞ্চগড়ে ঘনকুয়াশা ও হাড় কাঁপানো শীত, তাপমাত্রা ১১.৬ ডিগ্রি

ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীতে পঞ্চগড়ের মানুষ নাস্তানাবুদ। টানা পাঁচ দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর সর্বনিম্ন তাপমাত্রা অল্প বেড়েছে। কিন্তু কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস। তাই কনকনে শীতে মানুষ কাবু।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার
এর আগে ৩ জানুয়ারি সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ। রোববার পর্যন্ত ৭ থেকে ১০ এর মধ্যে ওঠানামা করছিল সর্বনিম্ন তাপমাত্রা।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘনকুয়াশা আর শিরশির বাতাসের কারণে কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।
আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকালে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের শৈত্যপ্রবাহ। টানা পাঁচ দিন তেঁতুলিয়া এবং এর আশপাশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার দিনের তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।