দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কমেছে কুয়াশা
প্রতীকী ছবি
কুয়াশা কমার পাশাপাশি একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও শীতের দাপট রয়েছে উত্তরের এ জনপদে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দুর্ভোগে কাটছে না নিম্ন আয়ের মানুষের। আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ছয়টার দিকে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়।
গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি। এর আগে গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজকর্ম কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের মধ্যে।





