ঝিনাইদহে ১জনকে গলা কেটে হত্যা

Abid Rayhan Jaki
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ২৯ মে ২০২৪ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীররাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী। তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বামুনগাছি গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।

আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা

স্থানীয়দের থেকে জানা যায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দু’ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিল। এরপর স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে হত্যা করে পালিয়ে যায় তারা। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।