চাকরিচ্যুত কর্মচারীদের বিক্ষোভে আল-আরাফাহ ব্যাংকের মালিকপক্ষের হামলা

বিধি-বিধান ভঙ্গ করে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মালিকপক্ষের লোকজন ও নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হিউম্যান রিসোর্সের এক কর্মকর্তা দলবল নিয়ে প্রথমে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে ২০-২৫ জন আহত হন। এদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ওপর বিনা উস্কানিতে হামলা করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ভেতর থেকে বের হয়ে দুই কর্মকর্তা গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় তাদেরকে আটকের চেষ্টা করে বিক্ষোভকারীরা। সে সময় তাদের ওপর হামলা হয়।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠিসোঁটা নিয়ে নিরাপত্তা কর্মীরা হামলা চালায়।