খালিয়াজুড়ি কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখা খালিয়াজুড়ি কলেজ শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এ কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ ফাহিম মোনায়েম এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ রিদম তালুকদার।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন—সাইফুল ইসলাম, আপন চন্দ্র সরকার, সোমা বিশ্বাস, উষা আক্তার, মোঃ জেরিন আক্তার, মোঃ বিজয়, ইকরা মনি, তৃষ্ণা রানী দত্ত ও রিয়া বেগম।
আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩
সাধারণ সম্পাদক হয়েছেন রীমা আক্তার এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন স্মৃতি রানী চন্দ্র।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—তারিন আক্তার রনি, সংগীতা আক্তার, আসাদুল মিয়া, জেরিন ইসলাম, রিপন মিয়া, তাসলিমা এনি ও ফাতেমা আক্তার।
আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ
সাংগঠনিক সম্পাদক হয়েছেন রেজোয়ান আহমেদ তৌকিম।
নবগঠিত এ কমিটিতে অনুমোদন দিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
জেলার নেতারা এক বিবৃতিতে বলেছেন, খালিয়াজুড়ি কলেজ শাখা ছাত্রদলের এ নবগঠিত নেতৃত্ব ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে, গণতান্ত্রিক আন্দোলনে এবং ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তারা বিশ্বাস করেন, এ নেতৃত্ব আগামী দিনে দলের স্বার্থে অগ্রণী ভূমিকা রাখবে এবং শিক্ষাঙ্গনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।