যশোরে কোরবানির জন্য প্রস্তুত ১লাখ ২৬ হাজার পশু

Abid Rayhan Jaki
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ০৪ জুন ২০২৪ | আপডেট: ৩:২৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদুল আযহা অর্থাৎ কুরবানীর ঈদে পশু কোরবানির জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে। সেই লক্ষ্য পশু উৎপাদনকারী ও কুরবানীকারী ধর্মপ্রাণ মুসলিমরা ঈদুল আযহা অর্থাৎ কুরবানীর ঈদের দিনক্ষণ গুনতে থাকেন। এই কুরবানীর ঈদ উপলক্ষে যশোরের ৮ উপজেলায় কোরবানির জন্য খামার ও বাড়িতে মোটাতাজাকরণ করা হয়েছে ১লাখ ২৬ হাজার ৮৫১ টি পশু। এর মধ্যে গরু ৩৯ হাজার ৬৭৮ টি, ছাগল ৮৬ হাজার ৩৬৫ টি ও ভেড়া ৮০৮ টি। এসব গরু ছাগল ও ভেড়া মূল্য প্রায় ৬০০ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণ সম্পদ অধিদপ্তরের যশোর জেলা কর্মকর্তা রাশিদুল হক। 

এরমধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩৪০টি, বাঘারপাড়া উপজেলায় ২ হাজার ৭৯৯, চৌগাছা উপজেলায় ২ হাজার ৬০৫টি, মনিরামপুর উপজেলায় ২ হাজার ৫৩০টি, কেশবপুরে ১ হাজার ৪০৩টি, ঝিকরগাছা উপজেলায় ১ হাজার ৩২০টি, শার্শা উপজেলায় ১ হাজার ২৯৫ ও অভয়নগর উপজেলায় ৮৪৩টি গরুর খামার রয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

কুরবানীর জন্য প্রস্তুত করা (ষাড় ও গাভীর) গড় ওজন সাড়ে চার মন। এছাড়া ছাগল ও ভেড়ার গড় ওজন প্রায় ১২ কেজি। এসব কুরবানীর পশু থেকে প্রায় সাড়ে চার লক্ষ স্কয়ার ফিট কাঁচা চামড়া পাওয়া যাবে। এসব চামড়া বাংলাদেশের অর্থনীতি তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এবারের কুরবানীর ঈদে কোরবানির জন্য এ জেলায় কুরবানীর পশুর চাহিদা রয়েছে ৯৬ হাজার ৭১৮টি। পশু প্রস্তুত রয়েছে ১ লাখ ২৬ হাজার ৮৫১ টি। অর্থাৎ যশোরে চাহিদা থেকে বেশি রয়েছে প্রায় ৩০ হাজার পশু।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

চাহিদা থেকে ৩০ হাজারের বেশি উৎপাদিত পশু দেশের অন্যান্য জেলায় কুরবানীর চাহিদা ও পূরণ করবে।

এসব পশু মোটা তাজাকরণে খামারিরা ও কৃষকরা যেন কোন রকম রাসায়নিক ব্যবহার না করে তার জন্য কঠোর নজরদারিতে রেখেছে যশোর প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।

যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন বলেন, গরুর খামারীদের গরু পালনে প্রাণসম্পদের কর্মীরা সব সময় তাদের নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। এ কারণে প্রত্যাশার থেকে যশোরে গরু ছাগল উৎপাদন বেশি হয়েছে।

যশোর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তার কর্মকর্তা রাশেদুল হক বলেন,জেলার ৮ উপজেলায় কুরবানির মাংস উৎপাদনে গরু গরু হুষ্টুপুষ্ট  জন্য গবাদি খামার রয়েছে ১৪ হাজার ১৩৫ টি। এসব খামারে এক লাখ ২৬ হাজার ৮৫১ টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। উদ্বৃত্ত গরু ছাগল জেলার বাইরে পাঠানো হবে।