নান্দাইলে সংযোগ বিছিন্ন করতে গেলে বিদ্যুৎ টিমের উপর গ্রাহকের হামলা

Abid Rayhan Jaki
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৪ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জুন মাসে বকেয়া বিদ্যুৎ বিল উত্তোলন বা বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন করার মোবাইল কোর্ট অভিযান চলছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের একাধিক টিম উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন।

তারই ধারাবাহিকতায় নান্দাইল পৌরসভার কাটলীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় টিমের উপর হামলা চালায় বাক্কের ফকির নামে এক বিদ্যুৎ গ্রাহক ও তাঁর ছেলে ফাহাদ ফকির (নান্দাইল কাঠলীপাড়া আমজনতার ফেসবুক আইডির এডমিন)। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয় সূত্রে জানাগেছে, কাটলীপাড়া গ্রামের মৃত খোরশেদ

আরও পড়ুন: রূপগঞ্জে ১২৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

আলম ফকিরের পুত্র বাক্কের ফকিরের বিদ্যুৎ গ্রাহকের একটি মিটারের ৫ মাসের ৭ হাজার ১৯১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। মোবাইল টিম উক্ত গ্রাহকের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে চাইলে বাক্কের ফকির বিল পরিশোধের জন্য টাকা না দিয়ে বরং বিছিন্ন কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে বাক্কের ফকির ও তাঁর ছেলে ফাহাদ ধারালো দা দিয়ে মোবাইল টিমের দুই সদস্যের দিকে তেড়ে আসে। শুধু তাই নয়, দা দিয়ে তাদেরকে ধাওয়া করে।

পরে নান্দাইল জোনাল বিদ্যুৎ অফিসের ডিজিএম বিপ্লব চন্দ্র সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ফয়জুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান এবং ওই গ্রাহকের বিদ্যুৎ মিটারের সংযোগ লাইন বিছিন্ন করেন। উক্ত ঘটনায় বাক্কের ফকিরের পুত্র ফাহাদ বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বলে জানান।

আরও পড়ুন: নবী উল্লাহ নবীর সেল্টারে ডেমরায় বেপরোয়া জামান-সেলিম

এ বিষয়ে নান্দাইল জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বিপ্লব চন্দ্র সরকার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিদ্যুৎ গ্রাহক বাক্কের ফকিরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার বকেয়া বিলের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। আমার অফিসের দুই কর্মচারীকে বিদ্যুৎ বিল তো দিবে না, আবার লাইন কাটতেও দিবে না। বরং রাম দা দিয়ে দৌড়ানি দেয়। এছাড়া ফাহাদ ফকির নামে ছেলেটি আমার অফিসে এসে অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে নান্দাইল বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের নেতৃত্ব জাকির হোসেন ভূইয়া, এ হান্নান আল আজাদ, মো. সাইদুর রহমান জানান- এ ঘটনায় দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তা নাহলে এধরনের ঘটনা আরো ঘটতে থাকবে।