মুন্সীগঞ্জে আন্ত:জেলা ৩ ডাকাত সদস্য আটক

Abid Rayhan Jaki
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ন, ২৬ জুন ২০২৪ | আপডেট: ১:৫০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুর ২ টার দিকে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ। আটককৃতরা হলেন, মো. শরীফ সরকারকে (২৬), মো. রানা (২৬) ও মো. সাজেদ আলম (২১)। তাদের তিনজনেরই বাড়ি গজারিয়া উপজেলার ভিন্ন ভিন্ন ইউনিয়নে।

আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দু'টি হেলমেট, একটি চাকু, একটি চাপাতি এবং ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি স্বর্নের চেইন ও একটি আইফোন এবং একটি সিম্পনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অপস্ এন্ড ক্রাইম মোহাম্মদ বদিউজ্জামান জানান, গত বছরের ৮ রাত ৩ টার দিকে জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর উপর ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল মামলার বাদী প্রবাসী উসমান এবং তাহার ব্যবহৃত ভাড়া করা একটি প্রাইভেটকার আটক করে ডাকাতি করে। এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে ।

সংবাদ সম্মেলনের পুলিশ জানায়, ২৫ শে জুন রাতে শরীফ সরকারকে নারায়ণগঞ্জ জেলার কাচঁপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে অপর দুই আসামী রানা ও সাজিদকে গ্রেফতার করা হয় একই রাতে। লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায়। তারা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে উবার চালক সেজে যে সব গাড়িতে প্রবাসীরা যাতায়াত করে ওই সব গাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। ইতোমধ্যে তারা একাধিকবার গ্রেফতারও হয়েছে। তাদের নামে বিভিন্ন‌ জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও