ভ্রমণের নৌকায় দুর্বৃত্তের হামলায় নদীতে ঝাপ দিয়ে ব্যবসায়ী নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নৌকা ভ্রমণের নৌকায় দুর্বৃত্তের হামলায় নদীতে নিখোঁজ এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের খিরু নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববারসন্ধ্যায় বেশ কয়েকজন দুর্বৃত্ত ওই নৌকায় হামলা চালায়। এতে নৌকায়থাকা নারী-পুরুষ আহত হয়।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিহত পোল্ট্ধসঢ়;রি ফার্ম ব্যবসায়ী মো. নুরুজ্জামান (৩০) উপজেলার সোনাব গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
নৌকা ভ্রমণে যাওয়া যুবক শাহাদাত হোসেন বলেন, রোববার সকালে শ্রীপুর উপজেলার সোনাব গ্রামের ৩৫ জনের একটি দল নৌকা ভ্রমনে যায়। সকাল থেকে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীতে ভ্রমণ শেষে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের খিরু নদীর পাশে আব্দুস ছালামের দোকানের সামনে পৌঁছামাত্র বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে
আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: প্রেস সচিব
এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেদের রক্ষা করে।
নিহতের ছোট ভাই আব্দুল হামিদ বলেন, গতকাল রবিবার সকালে ভাই বাড়িথেকে নদী পথে পিকনিকে যাওয়ার কথা বলে যায়। এরপর রাত এগারোটাদিকে পিকনিকে যাওয়া অপর ব্যক্তিরা নৌকায় হামলা হয়েছে বলে জানায়।অনেকেই নিখোঁজ রয়েছে তার সঙ্গে আমার ভাইও নিখোঁজ হয়েছে ।সারা রাত ব্যাপী নদীতে ভাইয়ের কোন খোঁজ করেও তার কোন সন্ধানপাইনি। আজ সোমবার সকালে খিরু নদী থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, নৌকা ভ্রমণের নৌকায় হামলা চালিয়ে মারধরের ঘটনায় নদীতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় পিটিয়ে একজনকে হত্যা করেছে। অনেকেই আহত হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।