পাবনার সুজানগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, অগ্নিদগ্ধ ৫

পাবনার সুজানগর পৌর এলাকার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সুজানগর পৌরবাজারের হেলাল হাজির মার্কেটে জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। আগুনে অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
আগুনে প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান। আগুনে দগ্ধ হয়ে আহত পাঁচজন হলেন জসিম উদ্দন, রাব্বি, মিরাজুল, জোনাব আলী ও জব্বার আলী। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ ঘণ্টা চেষ্টার পরে রাত সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। পেট্রোলের দোকান থেকে আগুন ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।