নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

Any Akter
নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৩:১১ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে হুমায়ূন কবির (৩৫) নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত  হুমায়ূন কবির মেহেরপাড়া ইউনিয়নের নাগরহাটা এলাকার একরামুল হকের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে ব্যাডমিন্টন খেলার সময় আচমকা দুই জন্য এসে ব্যাডমিন্টন কোর্ট থেকে পাশে অবস্থিত মসজিদের কাছে ডেকে নিয়ে যায়। এবং গুলি করে পালিয়ে যায় তারা।

এসব স্থানীয় লোকজন আহত হুমায়ুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কোনো পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।