কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১:২৫ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে 'ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্তে এ বর্ণাঢ্য কৃষক সমাবেশ হয়।

গাজীপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান বাবুল।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক শাফিন, কৃষকদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা, হারুনুর রশিদ, মাসুদ রানা, আতাউর রহমান, হান্নান মিয়া, মোজাম্মেল হক মৃধা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান টিক্কা প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী প্রান্তিক কৃষকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেয়া হবে। কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা হবে। কৃষকের কথা চিন্তা করেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য খালকাটা কর্মসূচি দিয়েছিল। তাতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কৃষকের কল্যাণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আপদকালীন কৃষকের প্রণোদনার টাকা আত্মসাৎ করেছে । ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী