সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৫ | আপডেট: ৯:১০ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

জাউয়াবাজারে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এসময় তাজ ব্রাদার্স ১ লাখ , হাজী মুশাররফ আলী ষ্টোর ৫০ হাজার, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর ১০ হাজার, জনতা বেকারি ১০ হাজার, রনজিত বাবুর দোকান ২০ হাজার, কানু তালুকদার ৩০ হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০ হাজার টাকা। এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার