রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফে এর সদস্য নিহত

Sanchoy Biswas
রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ৬:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটির জেলার সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) একজন কর্মী নিহত হয়েছেন। 

গতকাল রোববার সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

নিহত ইউপিডিএফ এর কর্মী নাম নির্মল খীসা (৩২)। তিনি নানিয়ারচর উপজেলার নানিয়াচর ইউনিয়নের তৈ-চাকমা গ্রামের সুনীল বিহারী খীসা ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের তৈমেদুং গ্রাম থেকে ৯নং ওয়ার্ডের খামার পাড়ার দিকে যাচ্ছিলেন তিন জন ইউপিডিএফ কর্মী। আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে খামার পাড়া পৌঁছলে ওত পেতে থাকা ছয় থেকে সাত জনের সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এসময় অন্য দুজন দৌড়ে পালিয়ে যেতে পারলেও নির্মল খীসা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কোতয়ালী পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ময়না তদন্তের পর আত্মীয়ের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে গতকাল বলেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দীন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ চাকমা বলেন, আজ সকালের দিকে দুর্বৃত্তের গুলিতে একজন ইউপিডিএফের কর্মী মারা গেছে বলে খবর পেয়েছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সেটি আমার নেই বলে তিনি জানান। 

তবে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি বলে জানান ওসি মো. সাহেদ উদ্দিন।