মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা উড়ে গেল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:৩২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার দুপুরে এটি ঘটেছে নাফ নদীর পাড়ে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, আহত যুবকের নাম মো. ফিরোজ (৩০)। তিনি আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পরিবারের বরাত দিয়ে লালু জানান, আজ দুপুরে ফিরোজ জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। 

বিজিবি জানায়, বিস্ফোরণের এলাকাটি হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্বদিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

ফিরোজ মাছ শিকারে গিয়েছিলেন। মাইন বিস্ফোরণ তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে এনে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।