নাসিনগরে ফ্রিজ-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের গন্না গ্রামের বহুল আলোচিত ও অপেক্ষিত গন্না ফুটবল একাদশের আয়োজনে ফ্রিজ-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টার সময় গন্না ফুটবল মাঠে ফাইনাল  অনুষ্ঠিত।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. শফিকুল ইসলাম শফিক। এ সময় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে  ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার মজনু মিয়া, ৩ নং এর মেম্বার মিলন খা, ৯ নং ওয়ার্ড মেম্বার ফয়সাল, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মাঈন উদ্দীন শান্ত, নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আসমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাও: সালাহ উদ্দিন,  যুগ্ম-সাধারণ মুজিবুর রহমান, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন, ধরমন্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

গন্নাসহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের করতালি বার হই হুল্লুরে আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছি নাসিরনগর উপজেলার এই প্রত্যন্ত গ্রামটি । ফাইনাল খেলায়  ধরমন্ডল ইউনিয়নের সিয়াম ফুটবল একাদশ  মন্নানপুর একাদশ কে টাইব্রেকার পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং ১টি ওয়ালটন ফ্রিজ বিজয়ী হয় এবং রানার্স আপ দল হিসেবে  মন্নানপুর একাদশ ১টি ৩২ “ টেলিভিশন প্রাপ্ত হয়। 

প্রধান অতিথি শফিকুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জীবনে বিনোদন ও খেলাধুলা খুবই দরকার। খেলাধুলা যুব সমাজকে আনন্দ দেয় ও উজ্জীবিত করে,  মাদক ও নেশা থেকে দূরে রাখে।