কাপাসিয়ায় সরকারি ওষুধ মজুত করে নষ্ট করায় তদন্ত কমিটি গঠন

Sanchoy Biswas
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:২৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ওষুধ স্টোরে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২২ এপ্রিল) এ কমিটি গঠন করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার বিভাগের উপপরিচালক ডা. আজিজ, ঢাকা বিভাগের উপপরিচালক ডা. হারুনুর রশীদ এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জমির মো. হাসিবুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: কুলাউড়ায় ২০ আগস্টের পর নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও

গত সোমবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরই এই তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত বিপুল পরিমাণ সরকারি ওষুধ হাসপাতালের পশ্চিম পাশের একটি কোয়ার্টার ভবনের নিচতলার কক্ষে মজুত করে রাখা হয়েছিল। বিল্ডিংয়ের দুটি ইউনিটের পাঁচটি কক্ষে এসব ওষুধ এলোমেলোভাবে ফেলে রাখা হয়। যথাসময়ে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ শেষ হয়ে যায়। একই স্থানে হাসপাতালের জন্য কেনা বিভিন্ন সরঞ্জামও পড়ে থেকে নষ্ট হচ্ছে।

আরও পড়ুন: কাপাসিয়ায় আউস ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন

সংবাদ প্রকাশের পর গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম ওষুধ মজুতের স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ডিসি স্যারের নির্দেশে সরেজমিনে ওষুধের অবস্থা পরিদর্শনে যাই। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এদিকে অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন, যাঁদের অনেকেই গরিব ও অসচ্ছল। তাঁরা সরকারি বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধের আশায় এখানে এলেও বাস্তবে তা পান না। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব ওষুধ রোগীদের না দিয়ে স্টোরসহ বিভিন্ন কক্ষে মজুত করে রাখে এবং বাইরে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে। পরে বিক্রি না করতে পারায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমান এবং সাবেক ইউএইচএফপিও ও বর্তমানে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে দায়ী করা হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, ডা. মামুনুর রহমান ২০২২ সালের ১৪ মার্চ থেকে ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত তিন বছরেরও বেশি সময় কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি ওষুধ নষ্ট হওয়ার দায় হাসপাতালের সাবেক স্টোর সহকারী আব্দুর রাজ্জাকের ওপর চাপিয়ে দিয়েছেন।