চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযান
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিকসহ ২৩ জন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দু' ভারতীয় নাগরিকসহ ২৩ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৮ জন শিশু এবং ৮ জন নারী রয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১ টার সময় জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- চট্রগ্রামের হালিশহর উপজেলার আকমল আলী সড়কের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস (৩৬), গোপাল দাসের ছেলে তাজল দাস (৪১), নিতাই দাসের ছেলে হৃদয় দাস (২১), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কোরালিয়া গ্রামের কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহন জলদাস (২৫) এবং ভোলা জেলার মনপুরা উপজেলার মনপুরা গ্রামের গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস (২০)।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
এছাড়া ভারতীয় দুই নাগরিক হলো- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং তার ছেলে তাকের দাস (২৫)।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত সাড়ে ১১ টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬৮ নং হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর হতে ভারতীয় দুই নাগরিকসহ ২৩ জনকে আটক করে। আটককৃত ২১ জন বাংলাদেশীর মধ্যে ৮ জন শিশু, ৮ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।
বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিলো। আটককৃত ২৩ জনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।