যশোর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sanchoy Biswas
যশোর সংবাদদাতা
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ১১ মে ২০২৫ | আপডেট: ৩:২৪ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
যশোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবিঃ সংগৃহীত
যশোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবিঃ সংগৃহীত

আগামী ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যে’ ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ খুলনায় অনুষ্ঠিত হবে। সমাবেশ  সফল করতে যশোর জেলা বিএনপি ও আঙ্গ- সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, সাবিরা নাজমুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু প্রমুখ।