নাসিরনগরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া)
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে র‌্যাব -পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । 

শনিবার (১৭ মে) রাতে এ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

গত ১ এপ্রিল দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে ২দল গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষে  প্রতিপক্ষের  পল (বর্ষা) আঘাতে গুরুতর আহত হয় মৃত রইছ আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০)। পরবর্তীতে  চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রোকেয়া। নিহত রোকেয়ার ছেলে মো. সেলিম মিয়া বাদী হয়ে ০৯ এপ্রিল তারিখে ১টি হত্যা মামলা দায়ের করেন নাসিরনগর থানায়।

গত ১৭ মে গভীর রাতে র‌্যাব- পুলিশের যৌথ একটি টিম  অভিযান চালিয়ে ধরমন্ডল গ্রাম হতে এই মামলার প্রধান আসামি বদরুল মিয়া (৩০),সহ আসামি মাফিয়া বেগম (২৮) এবং গিয়াস উদ্দিন (৩৫ কে) গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ‘দৈনিক বাংলাবাজার পত্রিকা’কে জানিয়েছেন । 

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন