জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকাল ৫টায় উপস্থাপন: প্রধান উপদেষ্টার কার্যালয়
আগামী ৫ আগস্ট, মঙ্গলবার, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জুলাই গণঅভ্যুত্থান' উদ্যাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিকেল ৫টায় জাতির সামনে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত বছর এই দিনে এক অভাবনীয় গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল। সেই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে 'জুলাই ঘোষণাপত্র' প্রকাশ করা হচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেল ৫টায় ঘোষণাপত্রটি পাঠ করা হবে এবং সবশেষে রাত ৮টায় থাকছে আর্টসেল ব্যান্ডের গান।
আরও পড়ুন: মধ্যরাতে ঢাকাসহ ১৫ জেলা প্রশাসক রদবদল ও নিয়োগ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সহযোগিতায় থাকছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল (শনিবার) এক ফেসবুক পোস্টে জানান, বিএনপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে 'জুলাই ঘোষণাপত্র' চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো একমত হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৫ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হবে এবং নানা আয়োজনের পর বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।






