কুমিল্লা ০৯, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

Sanchoy Biswas
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা ০৯, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকাল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম-এর পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের জনতা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন তারা। মানববন্ধন থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে কুমিল্লা ০৯, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু, টি আর হারুন, নুরুন্নবী মজুমদার, লাকসাম পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মানিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইলিয়াস পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, গিয়াস উদ্দিন সৈকত, মাসুদুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মো: শরীফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সারোয়ার মোর্শেদ নান্নু, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, ৫নং ঝলম (দ:) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক রুবেল, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল প্রমুখ।

আরও পড়ুন: কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার