সাভারের ইজি বাইক চালককে অমানবিক নির্যাতন

Sanchoy Biswas
সাভার সংবাদদাতা
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় এক ইজি বাইক চালককে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন করেন ইজিবাইক ব্যবসায়ী রফিক।

জামালপুর এলাকার দুলাল মিয়ার ছেলে ইজিবাইক চালক আব্দুল আজিজ কে, ‘পাওনা টাকার জন্য কোমরে শিকল ও তালা দিয়ে বেধে রাখার অভিযোগ উঠেছে সাভারের হেমায়েতপুর জাদুরচর এলাকায় বসবাসরত ,'ইজিবাইক ব্যবসায়ী, রংপুর এলাকার রফিক এর বিরুদ্ধে।

আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল

রবিবার ১৮ই মে সকালে সাভারের তেতুলঝরা ইউনিয়নের জাদুরচর এলাকার মধুর চরে এই ঘটনা ঘটে ।

ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গেল রোজায় রফিকের একটি ইজি বাইক আজিজুল ভাড়ায় চালানোর সময় ছিনতাইকারীরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। 

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

তারপর স্থানীয়রা বিচার সালিশ করে আজিজুল কে ৭০ হাজার টাকা জরিমানা করলে, আজিজুল প্রতিদিন কাজ করে এ যাবত পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেন ।

কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার কারণে গতকাল কাজে যেতে পারেনি, 'তাই তিনি দৈনিক ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি।

তারই সূত্র ধরে, অমানবিকতার শেষ পর্যায়ে ভুক্তভোগী আজিজের বাসায় এসে পাওনাদার রফিক তাকে শিকল ও তালা দিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রেখে যায়।

সকাল আটটায় ভুক্তভোগী আজিজুল কে বেঁধে রাখলেও সকাল ১১ টা পর্যন্ত কেউ তাকে সহযোগিতা করতে আসেননি।

অবশেষে বিষয়টি জানাজানি হওয়ার পর বেলা বারোটার দিকে স্থানীয় আশিক সহ বেশ কয়েকজন তালা ভেঙ্গে ইজিবাইক চালক আজিজ কে মুক্ত করে।

এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞাকে একাধিক বার মুঠোফোনে কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।