নাসিরনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ১৯ মে ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ২০ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সকালে নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে কল্পনা বেগম (৩৫) নামে এক মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

সোমবার (১৯ মে) সকালে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের দিন মজুর নিজাম মিয়ার স্ত্রী কল্পনা বেগম (৩৫) নিজ ঘরে বিদুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। 

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

পরিবারের লোকজন অজ্ঞান কল্পনাকে প্রথমে স্থানীয় বউ বাজারে এনে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেলা ১২ টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ  হাসপাতালে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

খাগালিয়া গ্রামের মেম্বার রব মিয়া জানান, নিজাম মিয়ার বউ  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গেলে বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করলে নিকটাত্বীয়রা তাকে প্রথমে বউ বাজার পরে নাসিরনগর হাসপাতালে নিয়ে যায়, সেখানে ডাক্তার বলে  কল্পনা  মারা গেছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)জামিল আহন্মেদ খান দৈনিক বাংলাবাজার পত্রিকাকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, নিজ গ্রামেরই ১টি পক্ষের সাথে মামলা-মোকদ্দমা ও বিবাদ চলা অবস্থায়ই মৃত্যু হয়েছে কল্পনার ।হাসপাতালে লাশের সাথে থাকা কল্পনার শিশু কন্যা নুসরাত বলেন, ৪জন লোক ঘরে ঢুকে কল্পনাকে বৈদ্যুতিক শট দিয়ে হত্যা করেছে, জনৈক রুহুশ আলী বলেন তিনি ৪জন লোককে বাড়ি হতে বের হতে দেখেছেন। 

তবে  লক্ষনীয় যে, কল্পনার মৃত্যুর বিষয় নিয়ে  গ্রামের ২টি পক্ষের পরস্পর বিরোধী কথা শোনা যায় ।